সৈয়দ আশরাফের প্রতীক গ্রহণ করলেন তার ভাই
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দকিশোরগঞ্জের ছয়টি আসনের ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ প্রতীক বিতরণের কাজ চলে।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছ থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।
তবে কিশোরগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশে চিকিৎসাধীন থাকায় তার প্রতীক গ্রহণ করেন তারই চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এ আসনের বিএনপি প্রার্থী রেজাউল করিম খান চুন্নু নিজেই তার প্রতীক গ্রহণ করেন।
এছাড়া কিশোরগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ও বিএনপি প্রার্থী ফজলুর রহমান নিজেদের প্রতীক গ্রহণ করেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক গ্রহণ করেন। জেলার ছয়টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মোট ৩৪ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রতীক দেয়া হয়।
পরে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং অফিসার ছাড়াও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তা, প্রার্থীসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এমএম
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও